প্রিন্ট এর তারিখঃ Oct 8, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2025 ইং
রক্তদানে প্রযুক্তির ছোঁয়া : ইউএনও’র প্রশংসায় Raninagar.Org
Raninagar Organization একটি আধুনিক, সহজ ও উপযোগী ও সম্পূর্ণ মানবিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে রক্তের প্রয়োজন হলে দ্রুততম সময়ে রক্তদাতাকে খুঁজে পাওয়া যায়। এই উদ্যোগটি মানুষের জীবন রক্ষায় এক যুগান্তকারী ভূমিকা রাখছে এবং সামাজিক সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।
আমাদের এই মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন রাণীনগর উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব মোঃ রাকিবুল হাসান স্যার। তিনি কেবল আমাদের কাজের প্রশংসাই করেননি, পাশাপাশি বিভিন্ন বাস্তব অভিজ্ঞতার আলোকে কিছু গঠনমূলক ও সময়োপযোগী পরামর্শ প্রদান করেছেন, যা আমাদের কার্যক্রমকে আরও কার্যকর, সুসংগঠিত এবং টেকসইভাবে পরিচালনায় সহায়ক হবে।
জনাব ইউএনও স্যারের সহানুভূতি, আন্তরিক সমর্থন ও প্রেরণাদায়ী দিকনির্দেশনার জন্য Raninagar Organization এর পক্ষ থেকে আমরা গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই উৎসাহ আমাদের আগামীর পথচলায় সাহস যোগাবে, এবং মানবকল্যাণে আরও নিবেদিতভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ খবর পোস্ট