প্রিন্ট এর তারিখঃ Oct 8, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2025 ইং
রক্তদানের মহতী উদ্যোগে প্রশংসায় ভাসছে নওগাঁর ‘রাণীনগর অর্গানাইজেশন’

মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে নওগাঁ জেলার তরুণদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাণীনগর অর্গানাইজেশন’ হাতে নিয়েছে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। এ সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিয়মিত রক্তদান ও রক্তসংগ্রহ করে অসহায় রোগীদের পাশে দাঁড়াচ্ছেন। তাদের এমন মহতী কার্যক্রম ইতিমধ্যেই জেলা জুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
শাহাগোলা স্টেশন চত্বরে সচেতনতামূলক আয়োজন
গত শুক্রবার (২৩ আগস্ট) নওগাঁ জেলার আত্রাই উপজেলার শাহাগোলা রেলস্টেশন চত্বরে রাণীনগর অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবকরা আয়োজন করে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। বিকেলজুড়ে চলা এই অনুষ্ঠানে তারা স্থানীয় ও আগত মানুষের মাঝে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন।
স্বেচ্ছাসেবকরা চা খেতে আসা সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলে বোঝান, এক ব্যাগ রক্ত কিভাবে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে, আর জরুরি মুহূর্তে রক্ত না পাওয়ার কষ্ট কতটা ভয়াবহ। তাদের আন্তরিক কথায় অনেকেই রক্তদানে আগ্রহ প্রকাশ করেন। কেউ কেউ বলেন “রক্ত দিলে শরীর খারাপ হয় না, বরং কারো জীবন বাঁচানো যায়, এভাবে আগে কেউ এত সুন্দরভাবে বোঝায়নি।”
কর্মসূচির অংশ হিসেবে মানুষকে রাণীনগর অর্গানাইজেশনের ওয়েবসাইট সম্পর্কেও ধারণা দেওয়া হয়। স্বেচ্ছাসেবকরা দেখান কিভাবে রক্তদাতা হিসেবে নিবন্ধন করা যায় এবং প্রয়োজনে কীভাবে দ্রুত রক্ত সংগ্রহ করা সম্ভব। অনেকে সেখানেই মোবাইল ফোন ব্যবহার করে নিবন্ধন করেন, ফলে নতুন রক্তদাতার তালিকাও সমৃদ্ধ হয়েছে।
স্বেচ্ছাসেবকদের এমন সময়, শ্রম ও ভালোবাসায় ভরা উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজন কেবল রক্তদানের গুরুত্বই তুলে ধরে না, বরং সমাজে মানবতা, সহানুভূতি এবং একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা জাগ্রত করে।
রাণীনগর অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহীদ, ওসহ প্রতিষ্ঠাতা মোঃ মুন্না আহমেদ জানিয়েছে, ভবিষ্যতে বিভিন্ন বাজার, স্টেশন ও জনবহুল স্থানে নিয়মিতভাবে এ ধরনের মানবিক সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
“আমরা চাই রাণীনগর ও আত্রাই উপজেলার প্রতিটি গ্রামে এমন মানুষ থাকুক, যারা বিপদের সময়ে রক্ত দিয়ে একজনের জীবন বাঁচাতে পারেন। আমাদের লক্ষ্য শুধু রক্তদান নয়, মানবতার সেবাকে আরও বিস্তৃত করা।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ খবর পোস্ট