রক্তদান কেবল একটি সামাজিক দায়বদ্ধতা নয়, বরং এটি একজন মানুষের জীবনে নতুন আশা জাগানোর এক মহৎ কাজ। রাফাত নিয়মিত রক্তদান করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিটি রক্তদান তার জন্য যেমন মানবতার কাজ, তেমনি অসহায় রোগীদের জন্য জীবনদানের আলো।
রাণীনগর অর্গানাইজেশন তার এই অসাধারণ উদ্যোগকে সম্মান জানিয়ে তাকে আল বারাকা হোটেল এন্ড রেস্টুরেন্ট স্পন্সর করা একটি টি-শার্ট উপহার প্রদান করেছে। এটি শুধু একটি উপহার নয়, বরং সমাজের প্রতি তার অবদানের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ।
রাণীনগর অর্গানাইজেশন বিশ্বাস করে -
"রক্তের বিনিময়ে কেনা যায় না জীবন, কিন্তু রক্তদান দিয়ে বাঁচানো যায় একটি জীবন।"
আপনারাও এগিয়ে আসুন রক্তদানের এই মহৎ কাজে। রক্ত দিন, জীবন বাঁচান, মানবতার পাশে দাঁড়ান।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রাফাতের প্রতি,
টিম - রাণীনগর_অর্গানাইজেশন
#RaninagarOrg