মৃত্যুর পরেও সাবেক শিল্পমন্ত্রীর হাতে হাতকড়া, যা বললেন জুলকারনাইন সায়ের

  • প্রকাশের সময় : Sep 30, 2025 ইং
মৃত্যুর পরেও সাবেক শিল্পমন্ত্রীর হাতে হাতকড়া, যা বললেন জুলকারনাইন সায়ের ছবির ক্যাপশন: ফেসবুক থেকে নেওয়া
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে চিকিৎসাধীন অবস্থায় তাকে হাতকড়া পরানো দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি।

ওই পোস্টে তিনি লেখেন, ৭৫ বছর বয়সী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায়।

সোমবার সকাল ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরো লেখেন, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাসপাতালে চিকিৎসারত অবস্থার কিছু ছবি হাতে এসেছে। অতীতেও আমরা এ ধরনের প্রচলন দেখেছি যেখানে চিকিৎসারত, এমনকি মৃত ব্যক্তির হাতেও হাতকড়া পরিয়ে রাখা হয়েছে, এখনো দেখছি মরহুম নূরুল মজিদের হাতে হাতকড়া।

নিউজটি আপডেট করেছেন : আব্দুল্লাহ আল মাহীদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রক্তদানে উৎসাহিত করতে কুজাইল বাজার ও শাহাগোলা রেলস্টেশনে রাণ

রক্তদানে উৎসাহিত করতে কুজাইল বাজার ও শাহাগোলা রেলস্টেশনে রাণ